ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৫৪৪

সারাদেশে রোববার থেকে  গরম বাড়বে: বৃষ্টির সম্ভাবনা কম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৪ ২০ মার্চ ২০২১  

দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রা বাড়লে  কয়েকটি এলাকায় এ দাবদাহ বৃদ্ধি পাবে।

 আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে  আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য জানান । তিনি বলেন, দেশের উত্তর-পশ্চিম এলাকায় দাবদাহের প্রভাব বেশি পড়বে। আগামীতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 
তিনি জানান, আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই। আর তাই তাপমাত্রাও ধীর গতিতে বাড়বে। তবে পাঁচ থেকে সাত দিন পর বৃষ্টি হলেই কেবল তাপমাত্রা কমতে পারে। তাছাড়া তাপমাত্রা কমে যাওয়ার কোনো আভাস নেই। চৈত্র মাস চলছে, এ সময়ে আবহাওয়া উত্তপ্ত থাকে। সাধারণত একাধিক এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ‍উপরে গেলেই আমরা বলি, দাবদাহ শুরু হয়েছে। সে হিসাবে দেশের দুয়েক জায়গায় দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর